Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

মিশনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশ ব্যাপী সামাজিক বনায়নের মাধ্যমে জলাবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব-বৈচিত্র রক্ষা, বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি ক্ষয় রোধ, গরিব, দুস্থ, অসহায়, বিধবা, ভূমিহীন ও মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজিবী লোকজনদের নিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে খাড়ির ধারে, বাঁধের ধারে, মহা সড়ক, সংযোগ সড়ক বাগান সৃজন করে আসছে। ইহা ছাড়া-

  1. বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরুস্কারের আবেদন যাচাই-বাচাই করণ।
  2. মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্পে চারা রোপন।
  3. বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপন।
  4. সরকারি/ বে-সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজের জন্য গাছের মূল্য নির্ধারণ।
  5. বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষরোপনে জনগণকে উদ্বুদ্ধ করণ।
  6. জনগণের মাঝে সল্প মূল্যে চারা বিক্রয়-বিতরন।
  7.  করাত-কল লাইসেন্স প্রদান ও নবায়ন
  8. উপকার ভোগীদের প্রশিক্ষণ প্রদান।
  9. বন্য প্রাণী সংরক্ষণ ও অবমুক্ত করণ।
  10. জলবায়ু বিরুপ প্রভাব মোকাবেলায় জনগণের মাঝে বিনামূল্যে চারা বিতরন।

ভিশনঃ

  1. নতুন বাগান সৃজন- ৫০ কিঃ মিঃ।
  2.  উপকার ভোগীদের প্রশিক্ষণ প্রদান - ২৫০ জন।
  3. মেয়াদ উত্তীর্ণ বাগান কর্তন ও পুনঃ বনায়ন - ১০০ কিঃ মিঃ।
  4. উপকার ভোগী ও অন্যান্য পক্ষগণের মাঝে চেক/শেয়ার বিতরন ।
  5. তাল চারা রোপন ২০২১ হতে ২০২৩ পর্যন্ত -৮,২২৯- টি।
  6. মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সারাদেশে বনায়ন বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান।
  7. করাত-কল বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স প্রদান ও নবায়ন শতভাগে উন্নীত করা।
  8. বন্য প্রাণী সংরক্ষণে জনগণকে উদ্বুদ্ধ করণ।
  9. বৃক্ষ রোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করণ।
  10. বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষরোপনে জনগণকে উদ্বুদ্ধ করণ।